মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া।
জানা যায়, অবরোধে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে উদ্যোগ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি প্রশাসনেরর কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনার পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা।
এদিকে আটক ৪ শ্রমিক নেতাকে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দক্ষিণ সুরমায় (ঢাকা-সিলেট) মহাসড়ক অবরোধ করে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। পরে রাত পৌনে ১০টা পর্যন্ত অবরোধের কারণে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।ফলে চরম দুভোর্গে পড়েন যাত্রীরা।