সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট সদর উপজেলার ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান

Stuff
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৩, ০৯:২৩ অপরাহ্ণ
সিলেট সদর উপজেলার ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান
আওয়াজ ডেস্ক:: সিলেটে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সদর উপজেলার ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির হাতে প্রত্যেকটি সংগঠনকে ২০ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে ১৭ টি সংগঠনের প্রতিনিধির হাতে অনুদানে চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাদ আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, সদর উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ ইলাহী ও সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. ইকরামুল কবির প্রমুখ।

সরকারি অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন গুলো হলো। ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা, রহমানিয়া প্রতিবন্ধি ফাউন্ডেশন, কালারুকা যুব উন্নয়ন সংস্থা, জালালাবাদ সাহিত্য পাঠাগার, শেখ সোসাইটি তরুণ সংঘ, খালপাড় ইসলাহ সমাজকল্যাণ যুব সংঘ, হাটখোলা পল্লী উন্নয়ন যুব সংস্থা, সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যাণ পরিষদ, রঙ্গিটিলা সোনার বাংলা সমাজকল্যাণ যুব সংঘ, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ,  সোনালী সমাজকল্যাণ সংঘ, আল আমিন সমাজকল্যাণ সংঘ, প্রতিজ্ঞা সমাজকল্যাণ যুব সংঘ, ইসলামপুর যুব কল্যাণ সংঘ, বারগড় সমাজকল্যাণ যুব সংঘ ও নন্দীরগাঁও আদর্শ যুব উন্নয়ন সংঘ।