সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট রেলওয়ে নিরাপত্তা কর্মীদের হাতে আটক লক্ষাধিক টাকার সরকারি গাছ

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ
সিলেট রেলওয়ে নিরাপত্তা কর্মীদের হাতে আটক লক্ষাধিক টাকার সরকারি গাছ

স্টাফ রিপোর্টার: সিলেট রেলওয়ে স্টেশন এর সহকারী প্রকৌশলীর যোগসাজশে স্টেশনের সরকারি গাছ পাচারকালে নিরাপত্তা বাহিনীর হাতে আটক পাচারে ব্যবহৃত ভ্যানগাড়ি সহ প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের রেন্ট্রিগাছ ও ভ্যানচালক।

গতকাল রোববার দুপুরে সিলেটের কদমতলী রেলওয়ে স্টেশনে গাছ পাচারকালে নিরাপত্তা বাহিনী (আনসার) এর সদস্যরা হাতেনাতে আটক করেন। গাছ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ষ্টেশনের উপসহকারী প্রকৌশলী রেজাউল হকের বিরুদ্ধে।
রেলওয়ে  নিরাপত্তা বাহিনীর অভিযোগ, অসৎ উদ্দেশ্যে গাছগুলো নিয়ে যাওয়া হইছিলো বাংলাদেশ রেলওয়ে সিলেটের আইডব্লিউ মোহাম্মদ রেজাউল হকের নির্দেশে । ওই গাছের মূল্য আনুমানিক  দেড় লাখ টাকার বেশি।

নিরাপত্তা বাহিনীর এএসআই রুবেল মিয়া জানান, দীর্ঘদিন যাবত এই আইডব্লিউ বিভিন্ন প্রকার মালামাল বিক্রি করে আসছেন বলে উনাদের কাছে তথ্য ছিলো। আজও একই উদ্দেশ্য গাছগুলো নিয়ে যাওয়ার সময় ভ্যান চালক সহ মালামাল জব্দ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিলেটের অফিসার ইনচার্জ  মো. এনায়েত করিম বলেন, ‘আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে আমাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী কাওছার মিয়া জানায় যে, আইডব্লিউ মোহাম্মদ রেজাউল হক তার অফিসের সামনে থেকে কিছু গাছ অবৈধভাবে বিক্রির উদ্দেশ্য ভ্যান গাড়িতে  তুলে নিয়ে যাচ্ছেন। কোনো  সরকারি  মালামাল নিয়ে যেতে হলে গেইট পাস দিতে হয় এবং টেন্ডারের ভিত্তিতে নিতে হয়। কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সে অবৈধভাবে গাছগুলো নিয়ে যাচ্ছিলো। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ভ্যান চালক আবু সাঈদ বলেন, আইডব্লিউ মোহাম্মদ রেজাউল হকের নির্দেশে রেল কর্মচারী  ৫ জনের সহযোগীতায় উঠিয়ে দেওয়া হয়। তারা হলেন আইডব্লিউ এর  অধীনস্থ  কর্মচারী  মো. হানিফ, মাসুদ মিয়া, পলাশসহ আরও ২জন।

এ ব্যাপারে রেলওয়ে  উর্ধতন উপসহকারী প্রকৌশলী রেজাউল হক জানান, সহকারী নির্বাহী প্রকৌশলী/সিলেট আজমাঈন মাহতাব এর নির্দেশে আমি গাছ গুলো স’মিলে পাঠানোর সময় নিরাপত্তা বাহিনী আটক করে ।

 

For more information

আরো দেখুন|

Summary
সিলেট রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে আটক লক্ষাধিক টাকার সরকারি গাছ
Article Name
সিলেট রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে আটক লক্ষাধিক টাকার সরকারি গাছ
Description
সিলেট রেলওয়ে স্টেশন এর সহকারী প্রকৌশলীর যোগসাজশে স্টেশনের সরকারি গাছ পাচারকালে নিরাপত্তা বাহিনীর হাতে আটক পাচারে ব্যবহৃত...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo