সিলেট ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা, হেলপার নিহত

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ণ
সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা, হেলপার নিহত

আওয়াজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় লরির পেছনে ট্রাক ধাক্কা দিলে এর হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক ট্রাকের হেলপার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, পানিউমদা বাজার এলাকায় ছয় লেনের জন্য সেতুর কাজ চলছে। রাতে সাড়ে ১১টার দিকে সেতুর কাছে মহাসড়কের পাশে একটি লরি দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।

 

For more information

আরো দেখুন|