সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৪, ০৫:২৩ অপরাহ্ণ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জামাল উদ্দিন ভূইয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিরা।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত ভিসিরা পদত্যাগ করলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ আঁকড়ে থাকার পাঁয়তারা করছেন। তিনি অজ্ঞাত স্থান থেকে সন্দেহজনক স্মারকে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করণের নোটিশ সবার মোবাইলে পাঠাচ্ছেন। তিনি পদ ধরে রাখতে নানা ষড়যন্ত্র করছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে বলে বক্তারা জানান।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান, আজিজুল হক, ড. আতাউর রহমান, ড. সুলতান আহমেদ, ড. ছিদ্দিকুল ইসলাম।

এর আগে ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। পদত্যাগ না করায় ভিসি অফিসে তালা দেয় তারা।

 

For more information

আরো দেখুন|

Summary
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
Article Name
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
Description
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জামাল উদ্দিন ভূইয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo