সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে ১৫ ঘন্টার মধ্যে ২ লাশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ণ
সিলেটে ১৫ ঘন্টার মধ্যে ২ লাশ

সিলেটে মাত্র ১৫ ঘন্টার মধ্যে ২ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে ফাঁস লাগিয়ে আর গায়ে পেট্রোল ঢেলে। দুজনেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।জানা যায়, গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় সিলেটের শাহপারাণ থানার দাসপাড়া এলাকার নিজ ফার্মেসীর ভেতর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত রণদির দাশ (৬৫) দাসপাড়া গ্রামের মৃত রাকেশ চন্দ্র দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

 

ওসি আরো বলেন, রণদির দাস মানসিকভাব কিছুটা বিকারগ্রস্থ ছিলেন বলে জানতে পেরেছি।

 

অপরদিকে, এই ঘটনার ১৫ ঘন্টার মধ্যে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মীরাবাজার এলাকা থেকে এক প্যাডেল রিকশা চালাকের লাশ উদ্ধার করা হয়। নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

 

নিহত মনসুর (৩০) জয়পুরহাটের বড় বানিয়াতুল গ্রামের জামেউল জামেউল ইসলামের পুত্র। তিনি প্রায় ২০ বছর ধরে মীরাবাজার এলাকার সেবক-২ নং বাসায় গ্যারেজে বসবাস করে আসছেন এবং গ্যারেজের মালিক রিজভী মিয়ার প্যাডেল চালিত রিকশা চালাতেন।

 

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

For more information

আরো দেখুন