সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে সড়কে কবে ফিরছে ট্রাফিক পুলিশ?

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ণ
সিলেটে সড়কে কবে ফিরছে ট্রাফিক পুলিশ?

আওয়াজ ডেস্ক: সোমবার (১২ আগস্ট) থেকে  সিলেট মহানগর এলাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নামবে ট্রাফিক পুলিশ। রবিবার (১১ আগস্ট) বিকালে  এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন (পিপিএম)।

এর আগে রবিবার দুপুরে ক্ষতিগ্রস্ত লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন তিনি।

এসময় পুলিশ কমিশনার বলেন- মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই পুলিশের সকল সেবাদান কার্যক্রম পুরোপুরি চালু হবে। ইতোমধ্যে  সিলেটের থানাগুলোর অফিসাররা কর্মস্থলে যোগদান করেছেন। বাকিরাও খুব জলদি কর্মস্থলে ফিরবেন। আর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে আরো কিছুদিন সময় লাগবে।

তিনি আরও বলেন- দুর্বৃত্তরা থানা ও পুলিশ ফাঁড়ি আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা ও পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারের আদালতের সহায়তা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য,  হাসিনা সরকার পতনের পর জনরোষে পড়ে পুলিশশূন্য ছিলো পুরো সিলেট। এ দিনের পর থেকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ। এ অবস্থায় এগিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে   সিলেটে আনসার বাহিনী এবং কাল (শনিবার) থেকে ফায়ার সার্ভিস টিম সিলেট মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে।

 

For more information

আরো দেখুন|

Summary
সিলেটে সড়কে কবে ফিরছে ট্রাফিক পুলিশ?
Article Name
সিলেটে সড়কে কবে ফিরছে ট্রাফিক পুলিশ?
Description
সোমবার (১২ আগস্ট) থেকে  সিলেট মহানগর এলাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নামবে ট্রাফিক পুলিশ। রবিবার (১১ আগস্ট) বিকালে...