স্টাফ রিপোর্টার: চলমান আন্দোলন সংগ্রামে হতাহতের সংখ্যা দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় রয়েছেন সাংবাদিকরাও। ইতিমধ্যে পুলিশের নির্বিচারে ছোঁড়া গুলিতে সিলেটর নিহত হয়েছেন এক সাংবাদিক। এছাড়া সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান, ক্লাবের কার্য নির্বাহী পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয় এবং ক্লাব সদস্য ও সিলেটপ্রতিদিন২৪ডটকমের স্টাফ রিপোর্টার মোশাহিদ আলী পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের গুলিতে আহত হয়েছিলন।
এই তালিকায় আজ সংযুক্ত হয়েছেন সিলেটের আরও ৪ সাংবাদিক। সেই সাথে ভাঙ্গা হয়েছে ক্যামেরাও। আজ বেলা বাড়ার সাথে সাথে সংঘর্ষ ছড়িয়ে পরে মহানগরের বিভিন্ন এলাকায়। সংঘর্ষকালে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু, একাত্তর টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ ও ক্যামেরাপার্সন তারেক আহমেদ ও যুগান্তরের ফটো জার্নালিস্ট মামুন হাসান আহত হয়েছেন। এর মধ্যে চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মনজুর পায়ে গুলি লাগে।
দুপুরে আন্দোলনকারীদের মারধরে আহত একাত্তর টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাঙা হয়েছে একাত্তর টেলিভিশনের ক্যামেরা। এছাড়া দুপুরে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষকালে গুলিবিদ্ধ হন যুগান্তরের ফটো জার্নালিস্ট মামুন হাসান।
Summary
Article Name
সিলেটে পুলিশের গুলিতে ৪ সাংবাদিক আহত
Description
চলমান আন্দোলন সংগ্রামে হতাহতের সংখ্যা দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় রয়েছেন সাংবাদিকরাও। ইতিমধ্যে পুলিশের নির্বিচারে ছোঁড়া গুলিতে সিলেটর...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo