সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

সিলেটে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ণ
সিলেটে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সিলেটে পৃথক অভিযান চালিয়ে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার দুপুরে একজনকে ও রবিবার অপরজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তা ও গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল। দুজনই উপজেলা আওয়ামী লীগ নেতা।
র‌্যাব জানায়, সোমবার দুপুরে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেফতার করা হয়। আর রবিবার র‌্যাব গ্রেফতার করে লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলকে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। তাকে ইউপি কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

 

For more information

আরো দেখুন|