সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে থানা খুললেও কার্যক্রম চালু নয়

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪, ১২:০২ অপরাহ্ণ
সিলেটে থানা খুললেও কার্যক্রম চালু নয়

স্টাফ রিপোর্টার: গণঅভ্যুত্থানের পর তিনদিন পুলিশ শূণ্য ছিল থানা ও পুলিশ স্টেশনগুলো। এরপর বৃহস্পতিবার থেকে নতুন আইজির নির্দেশে পুনরায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে থানা খুললেও এখনও দৃশ্যমান তা কার্যকর হয়নি।

শনিবারও নগরীর রাস্তাঘাটে কোথাও পুলিশকে দেখা যায়নি। থানাগুলোতে খবর নিয়ে দেখা গেছে ওসিসহ কিছু কর্মকর্তা যোগদান করলেও এখনও বেশিরভাগ পুলিশ যোগ দেননি। নিচের দিকের সদস্যদের সাথে উর্ধ্বতনদের দেন-দরবার চলছে বলে একটি সূত্রে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য জানান শনিবারও আইজির আহবানে সাড়া দিয়ে অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগাযোগ করেছেন।

এদিকে মাঠ পর্যায়ে পুলিশ না থাকায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক হয়ে পড়েছে। প্রতিদিনই রাত জেগে ডাকাত আতঙ্কে ভোর পর্যন্ত বিভিন্ন এলাকাবাসী পাহারা দিচ্ছেন। বিভিন্ন পাড়ামহল্লায় উঠতি সন্ত্রাসীদের চলাচল বেড়েছে। অনেক এলাকাবাসী নতুন বোতলে পুরাতন ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন। অনেক এলাকায় বিভিন্ন পয়েন্টে রাতবিরাতে উশৃঙ্খল ছেলেদের আড্ডা দিতে দেখা গেছে। আর্মি টহলের সময় এরা সরে গেলেও আর্মি চলে যাওয়ার পর এরা আবারও চলে আসে বলে অনেক এলাকাবাসী অভিযোগ করেছেন।

 

For more information

আরো দেখুন|

Summary
সিলেটে থানা খুললেও কার্যকর নয়
Article Name
সিলেটে থানা খুললেও কার্যকর নয়
Description
গণঅভ্যুত্থানের পর তিনদিন পুলিশ শূণ্য ছিল থানা ও পুলিশ স্টেশনগুলো। এরপর বৃহস্পতিবার থেকে নতুন আইজির নির্দেশে পুনরায়
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo