সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

‌সিলেটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পু‌লিশ সদস্য নিহত

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪, ০২:৫১ অপরাহ্ণ
‌সিলেটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পু‌লিশ সদস্য নিহত

সড়ক দুর্ঘটনা । প্রতীকী ছবি

আওয়াজ ডেস্ক: সিলেটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের সালুটিকর ছা‌লিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই পুলিশ সদস্যের নাম কাজী আতিকুর রহমান। তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে (সিলেট অঞ্চল) কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আরেক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে আসছিলেন আতিকুর। পথে সালুটিকর ছা‌লিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আতিকুর। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক পুলিশ সদস্য আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আতিকুরের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।

 

For more information

আরো দেখুন|