স্টাফ রিপোর্টার: চলমান আন্দোলন সংগ্রামে হতাহতের সংখ্যা দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় রয়েছেন সাংবাদিকরাও। ইতিমধ্যে পুলিশের নির্বিচারে ছোঁড়া গুলিতে সিলেট নিহত হয়েছেন এক সাংবাদিক। তাছাড়া পুলিশের গুলিতে আহত হন ৭ জন সাংবাদিক।রবিবার (৪ আগষ্ট) বেলা ১ টায় বন্দর বাজারে পুলিশের সাথে ছাত্র-জনতার সংঘর্ষকালে পুলিশের গুলিতে আহত হন সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার তারেক জাহান চৌধুরী। পরে তাকে উদ্বার করে ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়।