সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে কলেজ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Stuff
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ
সিলেটে কলেজ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আওয়াজ ডেস্ক: সিলেটে জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতটার কিছু আগে একটি মোটরসাইকেলে দুজন লোক এসে প্রথমে বাসটির গ্লাস ভাংচুর করে। পরে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের অনেকগুলো সিট পুড়ে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।

বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন।