সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৮:০২ অপরাহ্ণ
সিলেটে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ “বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগ সিলেটের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। বায়ুতে অক্সিজেন কার্বন-ডাই-অক্সাইড ভারসাম্য রক্ষা, প্রকৃতি ও পরিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে “বৃক্ষরোপণ অভিযান” এর অবদান অনস্বীকার্য।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সভাপতিত্ব করেন, উপস্থিত ছিলেন মোঃ নাজমুল আলম সহকারী বন সংরক্ষক সিলেট বিভাগ, মোঃ শহিদুল্লাহ রেঞ্জ কর্মকর্তা সিলেট রেঞ্জ।

এ সময় সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ ও বন বিভাগের উপকার ভোগীগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রয়োজনের তুলনায় এ দেশের বনজ সম্পদ অপ্রতুল। জলবায়ুর নেতিবাচক প্রভাব নিরসনে এবং দেশের বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য একটা নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ বিনির্মাণে বৃক্ষের গুরুত্ব অপরিসীম বিধায় বৃক্ষরোপণ, পরিচর্যা ও সংরক্ষণ করা অপরিহার্য। বৃক্ষরোপণ অভিযানকে আরো ফলপ্রসূ করার জন্য আর্থিক, পরিবেশগত উপযোগিতা, খাদ্যমান/পুষ্টিগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে স্থান উপযোগী ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা দেশের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে রোপণ করা প্রয়োজন। প্রাকৃতিক বন সংরক্ষণ বর্তমান সময়ের দাবি। বন রক্ষা করলে জীব বৈচিত্র রক্ষার পাশাপাশি ছড়া-ঝিরিতে পানি উৎস বাড়বে। প্রাকৃতিক বন রক্ষায় সচেতনতার সাথে বন ও বন্য প্রাণী রক্ষায় সিলেট সিটি কর্পোরেশন ও জেলা পরিষদকে সহযোগিতা করার দাবি জানান বক্তারা।

 

For more information

আরো দেখুন