সিলেট ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

রুস্তুমপুর ইউনিয়ন ট্রাক শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নজরুল, সম্পদক আজিজুর

Stuff
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ণ
রুস্তুমপুর ইউনিয়ন ট্রাক শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নজরুল, সম্পদক আজিজুর

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট : সিলেট জেলা ট্রাক, পিক-আপ ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট উপজেলা পশ্চিম আঞ্চলিক উপকমিটির আওতাধীন ১নং রুস্তুমপুর ইউনিয়ন ট্রাক শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা পশ্চিম আঞ্চলিক উপকমিটির কার্যালয়ে সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। সন্ধ্যা ৬ টায় দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল প্রাকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শরিফ আহমদ, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, দপ্তর সম্পদক মোঃ বিলাল উদ্দিন, সদস্য আলী আহমদ, শফিক আহমদ, আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপকমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা পশ্চিম আঞ্চলিক উপকমিটির আওতাধীন ১নং রুস্তুমপুর ইউনিয়ন ট্রাক শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা পশ্চিম আঞ্চলিক উপকমিটির সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার সহসভাপতি শরিফ উদ্দিন, সহ সম্পাদক রহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন, কোষ্যক্ষ মিয়া হোসেন সজিব।

দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম, সহসভাপতি পদে হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ সম্পাদক সরকুম আলী, সাংগঠনিক সম্পাদক পদে ইমন আহমদ, কোষাধ্যক্ষ পদে জুলমত মিয়া,সদস্য পদে শাহীন আহমদ বিজয়ী হয়েছেন।