আওয়াজ প্রতিবেদক:: “প্লাস্টিক মুক্ত রাতারগুল আমাদের অহংকার” এই শ্লোগান নিয়ে সিলেটের সুন্দরবন খ্যাত সোয়াম ফরেস্ট রাতারগুলে আজ এক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
রাতারগুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ অভিযান কার্যক্রমের উদ্ভোধন করেন,বন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা হামিদ। উদ্ভোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত সিনিয়র সহকারী সচিব কামরুল ইসলাম,সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক নাজমুল ইসলাম,সারি রেঞ্জ কর্মকর্তা সালাহ উদ্দিন, রাতারগুল বিটের কর্মকর্তা অনুকর চাকমা।
পরে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সেক্রেটারি আব্দুল করিম কিম, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন, সাংবাদিক আনিস মাহমুদ,সাংবাদিক শুয়াইবুর রহমান রাতারগুল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক সাইফুল আলম,কোষাধ্যক্ষ রনি আহমেদ দুলু, উপদেষ্টা মিনহাজ উদ্দিন,আমির আলী,আরব আলী, সোনা মিয়া, মাজহারুল ইসলাম,লুৎফুর রহমান,গিয়াস উদ্দিন, রকিব মিয়া,বিলাল আহমদ,কামাল আহমদ, সহ সভাপতি মইনুল ইসলাম, সদস্য আমিন আহমদ,শিপলু মিয়া, ফারুক আহমদ,কামরুল ইসলাম,লোকমান আহমদ, হেলিম আহমদ,শাকিল, আমান, পারভেজ,নাসিম, মোস্তাকিম, শামসুল, সয়দুল, ছালিম, আয়নাল, ফয়জুল, সালমান,তুহিন,আলিম প্রমুখ।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে এ সময় ৫ বস্তা প্লাস্টিক, জাল ও বোতল জাতীয় বর্জ পরিস্কার করা হয়।
সভায় বক্তারা বলেন, রাতারগুলের পরিবেশ পরিস্কার রাখতে হবে। প্রকৃতি কে বাঁচাতে সাহায্য করতে হবে।
বক্তাগণ রাতারগুলে পরিবেশ ক্ষতিকর প্লাস্টিক সহ নানা রকম বর্জ ফেলা থেকে বিরত থাকতে পর্যটক সহ সকলের প্রতি আহবান জানান।