আওয়াজ ডেস্ক:: পুলিশের মিস ফায়ারে আহত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে তিনি আহত হন।
মঙ্গলবার সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় অবরোধ কর্মসূচিতে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ওসি হালকা আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।