তারা জানান, বিকেলে হঠাৎ মদিনা মার্কেটের নর্থ-ইস্ট পেট্রোল পাম্পে রাখা ট্রাকে আগুন লেগে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক তেল নিতে পাম্পে গেলে হঠাৎ পাইপে আগুন লেগে যায়। সাথে সাথে ট্রাকের চাকায় আগুন ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় ট্রাক ড্রাইভার দ্রুত ট্রাকটিকে সরিয়ে নেয়। ওয়াটার সাপ্লাই থেকে চাকায় দ্রুত পানি ঢালতে থাকেন তিনি। প্রায় ৩০মিনিট সবার চেষ্টার পর চাকার আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
এ ঘটনায় পাম্পের স্টাফসহ মোট ৪ জন আহত হন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাম্প কর্তৃপক্ষ সিলেট ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারাও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী আরও জানান, ট্রাকের চালক জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকটি দ্রুত সরিয়ে নেয়ায় বড় বাঁচা বেঁচে গেছি আমরা। নইলে এটি সিলেটের ইতিহাসে সবচে বড় অগ্নিদুর্ঘটনা হতো।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা তেমন বিস্তারিত কিছু জানাতে পারেন নি। কিছুক্ষণ পরে জানানো হবে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।