সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ
বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে তার উপর হামলা হয়। 

স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন মনিরুজ্জামান লিলু। পথে বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির টালমাটাল অবস্থার সুযোগে পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

রামপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মখন মিয়া বলেন, দুর্বৃত্তরা মনিরুজ্জামান লিলুর মাথায় চারটি কোপ দেয়। বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন লিলু। তবে কোনো পদধারী ছিলেন না। বর্তমানে বৈরাগিবাজারে তার ফার্নিচারের ব্যবসা রয়েছে এবং তাবলীগ জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা বলতে পারছি না।

 

For more information

আরো দেখুন|

Summary
বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
Article Name
বিশ্বনাথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
Description
সিলেটের বিশ্বনাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) গ্রামের মসজিদে এশার নামাজ শেষে...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo