স্টাফ রিপোর্টারঃ র্যাব-৯, সিলেট এর অভিযানে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ফয়েজ মার্কেট এলাকা থেকে বিদেশি মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ ) রাত সাড়ে ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২২ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এর একটি আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে ৯টায় বিয়ানীবাজার থানাধীন বিয়ানীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ ফয়েজ মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৫৯ বোতল বিদেশি মদসহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- জিয়া উদ্দিন (৬০), দুলাল দে (৫৯), মোবারক (৪২) এবং আবু সাঈদ (১৯)।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাদেরকে জব্দকৃত আলামতসহ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
For more information
আরো দেখুন
SYLAWAZ24/05/SabbirMotion