সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত

বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরের বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক তরুণ মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শিহাব উদ্দিন (২০) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার রাউতখাই গ্রামের সুমন আহমেদের ছেলে। তিনি একটি  ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন।

তিনি বলেন- ছিনতাইকারীর নাম রানা আহম্মদ। সে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় বসবাস করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,  শিহাব উদ্দিন মঙ্গলবার বিকাল চারটার দিকে একটি কাজে করিম উল্লাহ মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোন ছুঁ মেরে নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী রানা। এ সময় শিহাব তাকে ঝাপটে ধরলে তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে।পথচারীরা গুরুতর আহত অবস্থায় শিহাবকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করে। তাকে বুধবার আদালতে পাঠাবে পুলিশ।

 

For more information

আরো দেখুন|

Summary
বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত
Article Name
বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত
Description
সিলেট মহানগরের বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক তরুণ মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে বন্দরবাজারের করিম উল্লাহ...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo