রবিবার দুপুর দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুশ শহীদ জকিগঞ্জের দক্ষিণ খলাছড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
জানা যায়, রবিবার দুপুর দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটগামী পারাবত ট্রেন আব্দুশ শহীদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইলাশপুর এলাকার আলিমুল ইসলাম জানান, রেল ক্রসিং পয়েন্টে কোন গেটম্যান ছিলেন না। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ের গাফলতির ঘটনায় ইলাশপুরে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও এলজিইডি ঠিকাদার আব্দুশ শহীদের মৃত্যুর খবরে পুরো এলাকায় গভীর শোকের বাতাস বইছে। এ দুর্ঘটনার পেছনে রেলওয়ের গাফলতি চিহ্নিত করে ব্যবস্থা নিতে সাধারণ মানুষ দাবী জানিয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটুয়ারী প্রতিবদককে বলেন- খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।