সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশের অভিযানে বটেশ্বর থেকে প্রায় ১০ লাখ ভারতীয় চকলেটসহ ৩ জন আটক

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ণ
পুলিশের অভিযানে বটেশ্বর থেকে প্রায় ১০ লাখ ভারতীয় চকলেটসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগরীর বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার ডেমরা থানার স্টাফ কোয়াটার্স রানী মহলের মো. তৈয়ব আলীর ছেলে নবী হোসেন (২০), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চরকোমর ভাঙা পুরাতন মোড়লবাড়ীর নবী হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩২) ও একই গ্রামের তোফায়েল আহমদের ছেলে সাইফুল ইসলাম তাইজুল (৩০)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বটেশ্বর এলাকায় একটি নীল রঙের মাইক্রোবাস আটক করে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়। জব্দকৃত চকলেটের মূল্য প্রায় ৯ লাখ ৯৯ হাজার টাকা।

এসময় চোরাকারবারের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়।

 

For more information

আরো দেখুন