সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নতুন অপরাধ সিন্ডিকেট : লুট হচ্ছে পণ্যবাহী ট্রাক

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
নতুন অপরাধ সিন্ডিকেট : লুট হচ্ছে পণ্যবাহী ট্রাক

স্টাফ রিপোর্টার: নগরীর চিহ্নিত অপরাধীরা আগে তারা আওয়ামী অপরাধীদের সঙ্গে আঁতাত করে অপরাধঅপকর্ম চালালেও এখন তাদের নেতৃত্বেই গড়ে তুলেছে নতুনঅপরাধ সিন্ডিকেট অস্থিতিশীল সময়ে নগরীর অসংখ্য বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের পর এবার এই নতুনঅপরাধ সিন্ডিকেট টার্গেটে পড়েছে পণ্যবাহী ট্রাক রাতে চলাচলকারী পণ্যবাহী ট্রাক থামিয়ে লুটপাট করছে তারা এরই মধ্যে ব্যবসায়ীদের বেশ কয়েকটি ট্রাক লুট করে নেওয়ার খবর পাওয়া গেছে    

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাত আড়াইটায় নগরীর শিবগঞ্জ কিচেন মার্কেট সংলগ্ন সেবা হোটেল সামনে থেকে নগরীর পূর্ব শাপলাবাগের রুমন দুবাই আফজলের নেতৃত্বে দুর্বৃত্তরা একটি পণ্যবাহী ট্রাক লুট করে নিয়ে যায়। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শিবগঞ্জ সিএনজি পাম্পের সামনে থেকে আরেকটি পণ্যবাহী ট্রাক থামিয়ে মালামাল লুট করে নেয় তারা। শুধু পণ্যবাহী ট্রাকে লুটপাটই নয়, রুমন দুবাই আফজলের নেতৃত্বে অপরাধ সিন্ডিকেটঅবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে আসা চিনি চোরাচালানের সঙ্গে জড়িয়েছে। তারা সিলেটতামাবিল সড়কের শাহপরাণ, বটেশ্বর, মেজরটিলা, শিবগঞ্জ, টিলাগড়জুড়ে চিনি চোরাচালান অব্যাহত রেখেছে। চিনি চোরাচালানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাডার, কিশোর গ্যাং এলাকার মাস্তানরা এখনো তৎপর হয়ে ওঠেছে জানিয়েছেন স্থানীয়রা

জানা গেছে, সরকার পতনের আগে সিলেটতামাবিল সড়কে চোরাচালান নিয়ন্ত্রণ করতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের চিহিৃত নেতাকর্মীরা। আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিচ্ছিন্নভাবে লুটপাট শুরু হয়। ওই সুযোগ কাজে লাগায় লেবাসধারী একটি অপরাধী গোষ্ঠী। তারা দাগি অপরাধীদের যোগসাজসে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থাকে কাজে লাগিয়ে লুটপাট করতে থাকে

দিন রাতে লুটপাট চললেও ভোক্তভোগীরা আইনী সহায়তা নেওয়ার সুযোগ পাননি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ হওয়ার পরও গায়ে আওয়ামী লীগের তকমা লাগানো হতে পারে, এই ভয়ে নিরব রয়েছেন।  

ক্ষতিগ্রস্থ এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করলে ভীতসন্ত্রস্ত হয়ে তিনি বলেন, মালামাল যায় যাক, নিজের প্রাণ বাঁচানো দরকার। গত কয়েকদিনে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিনতাই হলেও প্রাণ ভয়ে বিষয়টি প্রকাশ করতে পারছেন না, আইনী ব্যবস্থাও নিতে পারছেন না

 

For more information

আরো দেখুন|

Summary
নতুন অপরাধ সিন্ডিকেট : লুট হচ্ছে পণ্যবাহী ট্রাক
Article Name
নতুন অপরাধ সিন্ডিকেট : লুট হচ্ছে পণ্যবাহী ট্রাক
Description
নগরীর চিহ্নিত অপরাধীরা। আগে তারা আওয়ামী অপরাধীদের সঙ্গে আঁতাত করে অপরাধ-অপকর্ম চালালেও এখন তাদের নেতৃত্বেই গড়ে তুলেছে নতুন অপরাধ সিন্ডিকেট...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo