সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

দেলোয়ার মোল্লার দুই দিনের রিমান্ড মন্জুর

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২৪, ০১:৩৮ অপরাহ্ণ
দেলোয়ার মোল্লার দুই দিনের রিমান্ড মন্জুর

দেলোয়ার মোল্লার দুই দিনের রিমান্ড মন্জুর

স্টাফ রিপোর্টার: সিলেট শহরতলির উমাইরগাঁওয়ে জব্দকৃত ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনির চোরাচালান পাচারের অন্যতম সহযোগী দেলোয়ার হোসেন মোল্লার ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতসূত্র জানায়, সোমবার আসামি দেলোয়ার হোসেন মোল্লাকে সিলেটের মহানগর হাকিম (তৃতীয় আদালত) উম্মে হাবিবার আদালতে সোপর্দ করা হয়। একই সাথে দেলোয়ার মোল্লাকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গতকাল মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মোল্লা গোয়াইনঘাটের নতুন ভাঙাডহর গ্রামের শাহাব উদ্দিন মোল্লার পুত্র। সূত্র জানায়, মাস দেড়েক আগে ১৪ ট্রাক চিনি চোরাচালানের ঘটনায় দেলোয়ার মোল্লার নাম আসলেও তিনি ছিলেন প্রকাশ্যে জনসমক্ষে। গোয়াইনঘাট থানা পুলিশের “কথিত সোর্স” দেলোয়ার মোল্লা অনেকটা নির্বিঘ্নে সিলেটের চিনি চোরাচালানের সবচেয়ে বড় রুট বিছনাকান্দিতে পুলিশের বিষয়টি দেখভাল করতেন। গোয়াইনঘাট পুলিশের সাথে তার “মাখামাখি” সম্পর্কের বিষয়টিও লোকমুখে শোনা যায়। এই দেলোয়ার মোল্লার একটি ছবি গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিফুল ইসলাম শ্রাবণের সঙ্গে রয়েছে। দেলোয়ার মোল্লার ফেসবুক আইডিতে পাওয়া গেছে ওসি রফিকুলের সঙ্গে ছবিটি। ‘নতুন ওসি স্যারের সাথে…’ ক্যাপশন লিখে দেলোয়ার মোল্লা তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন গত বছরের ১৩ ডিসেম্বর। স্থানীয়দের নিকট ‘পুলিশের লোক’ হিসেবেও তিনি ব্যাপক পরিচিত। পাশাপাশি ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের সাথেও তার সখ্যতা রয়েছে। দেলোয়ার মোল্লার পেশা কী- এ বিষয়ে কেউ কিছু বলতে পারেননি। দৃশ্যমান কোনো ব্যবসা না থাকলেও তার চলাফেরায় বেশ চাকচিক্যভাব বলে সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, আলোচিত ১৪ ট্রাক চিনির মালিকের কোনো সন্ধান আজও উদঘাটন করতে পারেনি পুলিশ। এমনকি গ্রেফতারকৃত দুই আসামির জবানবন্দিতে আসা অপর তিন আসামিকেও গ্রেফতার করা সম্ভব হয়নি।
Summary
দেলোয়ার মোল্লার দুই দিনের রিমান্ড মন্জুর
Article Name
দেলোয়ার মোল্লার দুই দিনের রিমান্ড মন্জুর
Description
সিলেট শহরতলির উমাইরগাঁওয়ে জব্দকৃত ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনির চোরাচালান পাচারের অন্যতম সহযোগী দেলোয়ার হোসেন মোল্লার ২ দিনের রিমান্ড...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo