সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দস্তগীরসহ সিলেটের ৬ পুলিশ কর্মকর্তা বদলি

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ
দস্তগীরসহ সিলেটের ৬ পুলিশ কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে বদলি করা হয়েছে। তাকে শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিলেট রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার আরও ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।শনিবার পুলিশ হেডকোয়ার্টার থেকে এই বদলির আদেশ জারি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলির ঘটনায় এসএমপির অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর ব্যাপক সমালোচিত হন। কোর্ট পয়েন্টে সাংবাদিক এটিএম তুরাব গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় দস্তগীরের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে দস্তগীর এক কনস্টেবলের হাত থেকে অস্ত্র নিয়ে তুরাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন।

বদলি হওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন-  সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ চন্দ্র দে, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান।

 

For more information

আরো দেখুন|

Summary
দস্তগীরসহ সিলেটের ৬ পুলিশ কর্মকর্তা বদলি
Article Name
দস্তগীরসহ সিলেটের ৬ পুলিশ কর্মকর্তা বদলি
Description
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে বদলি করা হয়েছে। তাকে শেরপুরের ইন-সার্ভিস
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo