স্টাফ রিপোর্টার: সিলেটের তামাবিল কাস্টমস গুদামের দরজার তালা ভেঙে লুটপাট করেছে কিছু দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট রাতে এ ঘটনা ঘটে। গুদামের আগে কাস্টমস কোয়ার্টার আক্রমণ করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে প্রশাসনিক কোনো সহযোগিতা না পেয়ে পালিয়ে যেতে বাধ্য হন কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ আগস্ট রাত সোয়া ১০ টার দিকে বেশ কয়েকজন দুষ্কৃতকারী বিভিন্ন অস্ত্র নিয়ে তামাবিল স্থল কাস্টমস অফিসার্স কোয়ার্টার আক্রমণ করে। এসময় প্রাণভয়ে কর্মকর্তা-কর্মচারীরা কোয়ার্টার ত্যাগ করেন। একপর্যায়ে গুদামের তালা ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষে ঢুকে ল্যাপটপ কম্পিউটার, ওয়াকিটকিসহ অন্যান্য আসবাবপত্র লুটপাট ও ভাঙচুর করে।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
তামাবিল কাস্টমস গুদামের তালা ভেঙে লুটপাট
Description
সিলেটের তামাবিল কাস্টমস গুদামের দরজার তালা ভেঙে লুটপাট করেছে কিছু দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট রাতে এ ঘটনা ঘটে। গুদামের আগে কাস্টমস...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo