জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৯ ক্যান বিদেশি বিয়ার সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তির নাম শাহিন উদ্দিন (২০)। সে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গৌরিশঙ্কর এলাকার পশ্চিম বিড়াখাই গ্রামের এরশাদ আলির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২রা নভেম্বর) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে মাহুতহাটি এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাঁধন মোটরসাইকেল সার্ভিসিং এর সামনে পাকা রাস্তা হইতে শাহিনকে আটক করে পুলিশ।
এ সময় পাচারের উদ্দেশ্যে তার হেফাজতে থাকা ১৯ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করে পুলিশ। বিয়ারগুলো কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম ব্রান্ডের। পুলিশ জানায় আটককৃত বিয়ারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার ২০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি সিলেটের আওয়াজ কে বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে রবিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
For more information
আরো দেখুন|