সাইফুর রহমান:: কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বীরশ্রী ইউনিয়নের পূর্বজামডহর গ্রামের কুরিয়ারবন্দ কুশিয়ারা নদীর ডরে মাছ ধরতে যান দেলোয়ার সহ তিন জন। নৌকা থেকে মাছ ধরতে অক্সিজেন সাপোর্টসহ নদীতে নামেন তারা। সাথে থাকা বাকী সঙ্গীরা অনেক্ষণ পরে ফিরে না আসায় রশি ধরে টান দিয়ে উপরে উঠান। ততক্ষণে লাশ হয়ে পরপারে পাড়ী জমান ঐ যুবক।
বৃহস্পতিবার বিকাল প্রায় ৪ টার সময় বীরশ্রীর পূর্ব জামডহর এলাকায় কুশিয়ারা নদী থেকে প্রায় ৫০কেজি ওজনের জীবিত মাছ সহ এক যুবককের লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ।
এসময় স্থানীয় ইউপি সদস্য এমাদ উদ্দীন সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
নিহত যুবক জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮)। উনার ছোট বোন আমিনা বেগম জানান, আমার ভাইয়ের সাথে থাকা অন্য শিকারীরা আমাদের খবর দিলে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমার ভাই গতকাল কানাডা যাওয়া জন্য ফিঙ্গার দিয়ে এসেছেন কিন্তু আজ পৃথিবী থেকে বিদায় নিলেন।
পরর্বতিতে তাঁর মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।