সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চৌহাট্টায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
চৌহাট্টায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার: নগরীর চৌহাট্টা প্রাইভেটকারের ধাক্কায় মারুফ আহমদ সিফাত(৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মারুফ আহমদ সিফাত(৩৫) নগরীর কাজীটুলা উঁচা সড়ক এলাকার মৃত আজগর আলীর ছেলে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর চৌহাট্টা এলাকায় বাইসাইকেল আরোহী সিফাতকে প্রাইভেটকার ধাক্কা দেয়। পরে উত্তেজিত জনতা গাড়িটি আটক করেন এবং ভাংচুর করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ওসি মঈন উদ্দিন শিপন জানান, সড়ক দুর্ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেছে। গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত মারুফ আহমদ সিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত ইনচার্জ জাফর ইমাম বিষয়টি নিহতের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

For more information

আরো দেখুন|

Summary
চৌহাট্টায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
Article Name
চৌহাট্টায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
Description
নগরীর চৌহাট্টা প্রাইভেটকারের ধাক্কায় মারুফ আহমদ সিফাত(৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মারুফ আহমদ সিফাত(৩৫)...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo