স্টাফ রিপোর্টার: সরকার পতনের এক দফা আন্দোলনে গত রবিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ ও বিজিবির গুলিতে হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ১১তম সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে তিনি নিহত উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার দত্তরাইল গ্রামের মিনহাজ আহমদ, নিশ্চিন্তপুর গ্রামের নাজমুল ইসলাম, সানি আহমদ, তাজ উদ্দিন আহমদ, রায়গড় গ্রামের হাসান আহমদ, মুখিতলা গ্রামের পাবেল আহমদের বাড়িতে যান এবং তাদের পরিবারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেন- রক্তগঙ্গা বইয়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এ বিজয় ১৮ কোটি মানুষের। দেশ দ্বিতীয়বারের স্বাধীন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের জাতি কখনো ভুলবে না। গোলাপগঞ্জের এই ছয় বীর সন্তানদের নাম ইতিহাসে স্বর্ণাঙ্করে লেখা থাকবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি আন্দোলনে নিহত-আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে।
এসময় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন ফয়সল চৌধুরী। এছাড়া তিনি আন্দোলনকালে গোলাপগঞ্জের আহতদের চিকিৎসার স্বার্থে তাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এসময় ফয়সল চৌধুরী প্রবাসী এবং সমাজের বিত্তবানদের হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহব্ব্ন জানান।
পরে গুলিতে আহত উপজেলাছাত্র দলের সভাপতি তানজমি আহমদকে দেখতে তার বাসায় যান ফয়সল চৌধুরী।
এসময় ফয়সল চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি কফিল আহমদ ও আশফাক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হাসান ইমাদ, বিয়ানবীজার উপজেলা বিএনপির সাধারণ সম্পদাক সরোয়ার হোসেন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, জেলা ছাত্রদল নেতা আহসান জামিল ও এনামুল হক, সিলেট মহানগর যুবদলের সদস্য নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহজাহান আহমদ, খোকন আহমদ, কামাল আহমদ, উপজেলা যুবদলের সদস্য জিয়া উদ্দিন ও মদন মোহন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহান আল মাহমুদ খান প্রমুখ।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
গোলাপগঞ্জে হতাহতদের পরিবারের পাশে ফয়সল চৌধুরী
Description
সরকার পতনের এক দফা আন্দোলনে গত রবিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ ও বিজিবির গুলিতে হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo