বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া (বাঙ্গালীগুল) গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করতো। এ ঘটনায় তানভীর আহমদ (১৯) নামে আরও একজন আহত হয়েছেন। সে একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাজেল আহমদ বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন যুবক তার পিছু নেয়। আমনিয়া বড় মসজিদের পাশে আসামাত্র তারা তাজেলকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। এসময় সাথে থাকা তানভীর এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে।
তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করে। এ ঘটনায় আহত তানভীর বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য জনি চৌধুরী। তিনি বলেন, ফেসবুক মেসেঞ্জারে গালাগালি নিয়ে অপু ও সাঈদ নামে দুজনের ছুরিকাঘাতে সে নিহত হয়। লাশ বর্তমানে ওসমানী হাসপাতালে রয়েছে।