সিলেট ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে ৫ টাকা ভাড়ার জন্য অটোরিকশা  চালকের হাতে যাত্রী খুন

Stuff
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩, ০৪:১৭ অপরাহ্ণ
গোয়াইনঘাটে ৫ টাকা ভাড়ার জন্য অটোরিকশা  চালকের হাতে যাত্রী খুন
আওয়াজ প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যটারীচালিত অটোরিকশার অতিরিক্ত ৫টাকা ভাড়া নিয়ে তর্কের জের ধরে সালেহ আহমদ নামের এক চালকের বাঁশের আঘাতে প্রাণ গেল নাজিম উদ্দিন (২২) নামের এক যাএীর।

গত মঙ্গলবার (৭ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনি এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই এলাকার পাতনি গ্রামের রহমতুল্লাহর ছেলে। ঘাতক সালেহ আহমদ (৫৫) একই ইউনিয়নের  বড়ঘোসা গ্রামের মৃত ইছন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারি চালিত অটোরিকশা চালক সালেহ আহমদ ও যাত্রী নাজিম উদ্দিন একই এলাকার বাসিন্দা। তাঁদের দুজনের বাড়িও পাশাপাশি গ্রামে। দুপুরে পিরের বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে আসার জন্য সালেহ আহমদের ব্যাটারীচালিত অটোরিকশায় ওঠেন নাজিম। বাড়ির সামনে মেইন সড়কে পাতনি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এসে রিকশা থেকে নেমে ৫ টাকা ভাড়া দেন নাজিম। সালেহ আহমদ ১০ টাকা দাবি করলে এ নিয়ে দুজন তর্কে জড়িয়ে পড়েন।

এক  পর্যায়ে রাস্তার পাশে ফিসারীর বেড়ার বাঁশ নিয়ে মাথার ঘাড়ে এলোপাতাড়িভাবে নাজিম উদ্দিনকে মারতে  থাকেন সালেহ আহমদ। এতে নাজিম উদ্দিন অচেতন হয়ে সড়কের ওপর পড়ে গেলে পার্শ্ববর্তী লোকজন আসলে পালিয়ে যায় সালেহ। পরে পরিবারের লোকজন নাজিমকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে( ৮ নভেম্বর) রাত ৪টার সময় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম ইন্সপেক্টর (তদন্ত) মেহদি হাসানসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আসামীকে গ্রেফতারের জন্য গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।’