সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে ২ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Stuff
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৩, ০৬:০২ অপরাহ্ণ
কানাইঘাটে ২ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
 আওয়াজ ডেস্ক:: সিলেটের কানাইঘাট উপজেলায়  দু’হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে থানার চতুল বাজারে সিএনজি স্ট্যান্ডে চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশীকালে তাদের আটক করা হয়।

আটককৃত সুমন চন্দ্র শীল (৩৬) ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা পশ্চিম পাড়া এলাকার সুনীল চন্দ্র শীলের ছেলে ও অপরজন গোয়াইনঘাট থানার ছৈলাখেল ৮ম খন্ড (কৈকান্দিরপাড়) এলাকার  মজনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। থানার চতুল বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশী করাকালে  ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি লাল রংয়ের Apache RTR মোটরসাইকেল এবং ০৪টি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবৎ জকিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে গোয়াইনঘাট এর জাফলং পর্যটন এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।