সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ওসমানী মেডিকেল কলেজের ৩ বিভাগীয় প্রধানের অব্যাহতি

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪, ০২:৪৯ অপরাহ্ণ
ওসমানী মেডিকেল কলেজের ৩ বিভাগীয় প্রধানের অব্যাহতি

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের দাবির মুখে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।

বুধবার (১৪ আগস্ট) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত অফিস আদেশে অব্যাহতির তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া তিন বিভাগীয় প্রধান হলেন- সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক।

আর এ তিন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।

শিক্ষার্থীদের অভিযোগ, এই তিন বিভাগের প্রধানরা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের দমন-নিপীড়নে নানাভাবে সহযোগিতা করেছিলেন তারা। সেই সঙ্গে আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তালিকা করার অভিযোগও রয়েছে এই তিন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে।

 

For more information

আরো দেখুন|

Summary
ওসমানী মেডিকেল কলেজের ৩ বিভাগীয় প্রধানের অব্যাহতি
Article Name
ওসমানী মেডিকেল কলেজের ৩ বিভাগীয় প্রধানের অব্যাহতি
Description
শিক্ষার্থীদের দাবির মুখে  সিলেট এম এ জিওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ...
Author
Publisher Name
sylheterawaz
Publisher Logo