ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত। ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরু, গাড়ি, দোকান ও বাড়িতে চুরির সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষ রাতে নির্ঘুম সময় কাটাচ্ছে।
শুক্রবার দিবাগত রাতে ওসমানীনগর থানার পাশেই ঝলক ম্যানশনের নিচতলায় অবস্থিত গোবিন্দ কুমার দেবের মালিকানাধীন সাগর ভেরাইটিজ স্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের শাটারের তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা, সিগারেটসহ মূল্যবান মালামাল মিলে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এছাড়াও, ৯ অক্টোবর বুরুঙ্গা বাজার ইউনিয়নের পশ্চিম বুরুঙ্গা গ্রামের মরহুম ইস্কান্দর আলীর বাড়িতে চুরি হয়। ১২ অক্টোবর রাতে তাজপুর ইউনিয়নের পশ্চিম খাশিকাপন (গয়াসপুর) গ্রামের অলিউর রহমানের গ্যারেজ থেকে দুইটি ব্যাটারি চালিত রিকশাসহ তিনটি রিকশা চুরি হয়। ১১ অক্টোবর বুরুঙ্গার ডুকলাপাড়া এলাকা থেকে দিন-দুপুরে ক্বারি ইছহাক আলির সিএনজি চালিত একটি অটোরিকশা চুরি হয় এবং ১৪ অক্টোবর রাতে প্রথমপাশা গ্রামের গফুর মিয়ার তিনটি গৃহপালিত গরু চুরির শিকার হয়।
বারবার চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত একাধিক লিখিত অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছে। ওসমানীনগর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া জানান, থানার নিকটে দোকান চুরির ঘটনা সম্পর্কে তিনি অবগত আছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে। চোরচক্রকে ধরতে পুলিশের একাধিক দল সক্রিয় রয়েছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
For more information
আরো দেখুন|