সিলেট ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

এসএমপির ৬ থানার কার্যক্রম চালু

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ০৩:০৭ অপরাহ্ণ
এসএমপির ৬ থানার কার্যক্রম চালু

স্টাফ রিপোর্টার: পুলিশের একটি বড় অংশের ১১ দফা দাবিতে চলমান কর্মবিরতির মধ্যেও সিলেট মোট্টোপলিটন পুলিশের ৬ টি থানার কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। পাশাপাশি কোর্ট পুলিশের কার্যক্রমও চলছে।

বৃহস্পতিবার থেকে এসএমপির উত্তরের কোতোয়ালি, জালালাবাদ ও এয়ারপোর্ট থানার কার্যক্রম চালু হয়। এর আগে গতকাল বুধবার দক্ষিণের দক্ষিণ সুরমা, মোগলাবাজার ও শাহপরান থানার কার্যক্রম চালু হয়।

এসএমপির ডিসি (প্রসিকিশন) বিএম আশরাফুল উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করে সিলেটের আওয়াজকে জানান, থানায় আসা সেবাগ্রহীতারা এখন সকল সেবা পাচ্ছেন।

 

For more information

আরো দেখুন|

Summary
এসএমপির ৬ থানার কার্যক্রম চালু
Article Name
এসএমপির ৬ থানার কার্যক্রম চালু
Description
পুলিশের একটি বড় অংশের ১১ দফা দাবিতে চলমান কর্মবিরতির মধ্যেও সিলেট মোট্টোপলিটন পুলিশের ৬ টি থানার কার্যক্রম পুরোদমে চালু হয়েছে...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo