সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

আহত পুলিশ সদস্যদের দেখতে ওসমানী হাসপাতালে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ
আহত পুলিশ সদস্যদের দেখতে ওসমানী হাসপাতালে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

আহত পুলিশ সদস্যদের দেখতে ওসমানী হাসপাতালে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

সংযুক্ত আরব আমিরাতে এক সপ্তাহের সরকারি সফর দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আজ সকালে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট এসে বাস চাপায় আহত ছয় পুলিশ সদস্যকে দেখতে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সকাল এগারটার দিকে তিনি ওসমানী মেডিকেল হাসপাতালে যান।

এসময় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী আহত প্রত্যেকের শয্যাপাশে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক ডা. মাহবুবুল আলম, আবুল কালাম আজাদ, এসএমপির উপ পুলিশ কমিশনার সোহেল রেজাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বিশেষ অভিযান পরিচালনায় সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাসী করছিলেন এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন, সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ আজবাহার আলী, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারি (এসি) জহুরুল ইসলাম, রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান

সিলেটের আওয়াজের সাথে থাকুন।

Facebook