স্টাফ রিপোর্টার: বিতর্কিত পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখকে এসএমপির উত্তরের ডিসি থেকে প্রত্যাহার করে কমিশনার অফিসে বদলি করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করে তিনি নিরিহ ছাত্রজনতার উপর গুলির নির্দেশ দেন। তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
শনিবার আজবাহার আলীকে সিলেট পুলিশ কমিশনার কার্যালয়ের উপ কমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) হিসেবে কর্মরত মোহা. সোহেল রেজাকে উপ কমিশনার (উত্তর) হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, পুলিশ কমিশনার স্বাক্ষরিত আরেক অফিস আদেশে সিলেট কতোয়ালি থানার ওসি মোহম্মদ মঈন উদ্দিনকে বদলি করে পুলিশ লাইনন্সে সংযুক্ত করা হয়েছে। আর কতোয়ালি থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত মোহাম্মদ নুনু মিয়াকে।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
আলোচিত সেই আজবাহারকে প্রত্যাহার
Description
বিতর্কিত পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখকে এসএমপির উত্তরের ডিসি থেকে প্রত্যাহার করে কমিশনার অফিসে বদলি করা...
Author
sylheterawaz24
Publisher Name
sylheterawaz24
Publisher Logo