আওয়াজ ডেস্ক: সিলেটসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করেছে সরকার। তাদের স্থলে সব সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার (১৯ আগস্ট) দুপুরে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অপসারিত মেয়ররা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটির রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটির তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটির এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটির আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটির মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটির মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটির ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটির তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটির জায়েদা খাতুন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেলিনা হায়াৎ আইভী।
স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ২৫ (ক) এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১২ কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
১২ সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন যারা
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি করপোরেশন, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি করপোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি করপোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি করপোরেশন, রংপুরের বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি করপোরেশন, ঢাকা বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসক করা হয়েছে।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
সিলেটসহ ১২ সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন যারা
Description
সিলেটসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করেছে সরকার। তাদের স্থলে সব সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo