আওয়াজ প্রতিবেদক:: সিলেটে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন প্রাইভেট কারের আরোহি চার ছাত্রলীগ নেতা। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নিহত চারজন হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। তারা জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগামি প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা ডুবন্ত কারেই মারা যায়। উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চার জনকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, ‘জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।’
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, ‘জৈন্তাপুর উপজেলার রাংপানি এলায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে বলেও জানান তিনি।
এদিকে, ছাত্রলীগের চার কর্মী নিহতের ঘটনায় তাদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজন ও নেতাকমীরা খবর পেয়ে রাতেই হাসপাতাল প্রাঙ্গনে ভীড় করেন। খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা ও আওয়ামী লীগ এবং জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতালে ছুঁটে যান। তারা নিহতদের স্বজনদের শান্তনা দেন।