সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

সিলেটে দুই স্ত্রীর সাথে মনোমালিন্য, স্বামী নিলেন নিজের প্রাণ

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ০৩:১০ অপরাহ্ণ
সিলেটে দুই স্ত্রীর সাথে মনোমালিন্য, স্বামী নিলেন নিজের প্রাণ

সিলেটে দুই স্ত্রীর সাথে মনোমালিন্য, স্বামী নিলেন নিজের প্রাণ

সিলেট নগরী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুই স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে সওদাগরটুলাস্থ বারী মিয়ার কলোনির (বাসা নং ৪৪) টিন সেট ঘরের ভিতর থেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।নিহত শুকুর আলী (৪০) সিলেটের বিশ্বনাথের রামপাশা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুকুর আলী দুই বিয়ে করেছেন। প্রায়ই তার সাথে ২ স্ত্রীর ঝগড়া বিবাদ লেগে থাকতো। কয়েকদিন আগে এক স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এ নিয়ে প্রায়শই আত্মহত্যা করার হুমকি দিতেন শুকুর আলী।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সিলেটভিউকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, দুই স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। প্রায় সময় তিনি আত্মহত্যা করার হুমকি দিয়ে আসছেন।

For more information

আরো দেখুন