সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি

বৈষম্যহীন সমাজ ও সবার সমান অধিকার  নিশ্চিত করতে ছাত্র ও যুবকদের দায়িত্ব নিতে হবে  …………রোটারিয়ান বুলবুল

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ০৮:৪০ অপরাহ্ণ
বৈষম্যহীন সমাজ ও সবার সমান অধিকার  নিশ্চিত করতে ছাত্র ও যুবকদের দায়িত্ব নিতে হবে  …………রোটারিয়ান বুলবুল

বৈষম্যহীন সমাজ ও সবার সমান অধিকার  নিশ্চিত করতে ছাত্র ও যুবকদের দায়িত্ব নিতে হবে…………রোটারিয়ান বুলবুল

মানবিক সংগঠন সিলেট সোসাইটির উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।
সিলেট সোসাইটি নিঃস্বার্থ ভাবে ১৬ বছর থেকে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে ।
 তিনি আরও বলেন,
বৈষম্যহীন সমাজ গড়ার পাশাপাশি,  সবার সমান অধিকার নিশ্চিত করতে এদেশের ছাত্র ও যুবদের দায়িত্ব নিতে হবে।
শনিবার (২ নভেম্বর ) সন্ধ্যা ৭ টায় সিলেট সোসাইটির স্টুডেন্ট ইউনিটির কমিটি গঠনের প্রস্তুতি সভায় তিনি  এসব কথা বলেন।
 নগরীর জামেয়া দারুল আজহার মডেল মাদ্রাসা হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে স্টুডেন্ট ইউনিটির সদস্য সচিব তাওহীদ জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট ইউনিটির আহবায়ক জুলকার নাইন সাইরাস
 প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সোসাইটির  উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজিবী এডভোকেট সালেহ চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও  বক্তব্য রাখেন  সংগঠনের সহ সভাপতি ফখরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আছাদ উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক এম,এ ওয়াহিদ চৌধুরী, মানব উন্নয়ন সম্পাদক সাংবাদিক রায়হান আহমদ, সাহিত্য সম্পাদক মাহফুজ আহমেদ কবির, স্টুডেন্ট ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  আখলাকুজ্জামান লাহিন, বিষ্ণু রবি দাস, মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, তাহের আহমদ, তানভীর খান ফারদিন, মোস্তাফিজ চৌধুরী, তারেক জাহান চৌধুরী,  ইমরান হোসেন খান, সাইদুল ইসলাম, রাশেদ মোস্তাফা সাকিব, ইয়ামিন রহমান, এনামুল হাসান রিপন, সাব্বির হোসেন,মেহেদী জাহান চৌধুরী প্রমুখ।