সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ছাত্রলীগের নির্যাতিত নেত্রীরা

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৪, ০৯:২৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ছাত্রলীগের নির্যাতিত নেত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ছাত্রলীগের নির্যাতিত নেত্রীরা

আওয়াজ ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলে আহত ও নির্যাতনের শিকার ছাত্রলীগ নেত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (২৯ জুলাই) বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান সংগঠনটির আহত ও নির্যাতিত নেত্রীরা।

এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন। ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের ওপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এ সময় তারা নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

সাক্ষাৎকালীন সময়ের একটি ছবিতে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় নির্যাতনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন একজন নেত্রী। এসময় তাকে সান্ত্বনা দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের ঘাড়ে চেপেই তো জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। আমার বাবা-মা সবাইকে হত্যা করা হয়েছে। তারপরও এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করেছি। বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে এসেছিলাম, সেটিকে তারা ধ্বংস করে দিয়েছে।

প্রসঙ্গত, কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনার পর গত ১৭ জুলাই আন্দোলনকারী ছাত্রীদের তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেত্রীরা। তাদের অবরুদ্ধ করে মারধরও করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের সহযোগিতায় ১০ নেত্রীকে হল থেকে বের করে নেওয়া হয়।

 

For more information

আরো দেখুন|

Summary
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ছাত্রলীগের নির্যাতিত নেত্রীরা
Article Name
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ছাত্রলীগের নির্যাতিত নেত্রীরা
Description
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলে আহত ও নির্যাতনের...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo