আওয়াজ ডেস্ক: চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম খান।
ওই মামলায় ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। এতে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ ও চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদকেও আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম।
ওসি বলেন, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন সময়ের সহিংসতায় যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের ওই মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় দুটি মামলা হয়েছে। এর আগে আরেকটি মামলায় দীপু মনিসহ এজাহারভুক্ত ৫১০ জন এবং অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। দুটি মামলাতেই প্রধান আসামি দীপু মনি। ২ নম্বর আসামি করা হয়েছে তাঁর ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদকে।
তবে দীপু মনি ছাড়া বাকি আসামিরা পলাতক জানিয়ে ওসি শেখ মহসিন আলম বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ, ৪ আগস্ট সন্ধ্যায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
For more information
আরো দেখুন|
Summary
Article Name
দীপু মনির বিরুদ্ধে চাঁদপুরে আরও এক মামলা
Description
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে...
Author
sylheterawaz
Publisher Name
sylheterawaz
Publisher Logo