সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতরাত আনুমানিক ১ টা থেকে ভোর ৫ টার ভেতরে দুবৃর্ত্তরা বিদ্যালয়ের প্রধান ভবনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশের পর সহকারী শিক্ষকদের কক্ষের তালা ভেঙ্গে ভেতর থেকে একটি ল্যাপটপ ও নগদ প্রায় ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে বিদ্যালয়ের দাপ্তরিক অঝকারিশি তালা ভাঙ্গা দেখে প্রধান শিক্ষিকা মনিরা বেগম চৌধুরীকে অবগত করেন। মনিরা বেগম চৌধুরী জানান, চুরেরা যে ল্যাপটপ চুরি করেছে তার বাজার মূল্য ৬৭ হাজার টাকা। এ ঘটনায় দক্ষিণ সুরমা থনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।