সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪, ০৯:২০ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান

আওয়াজ ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে বৃহস্পতিবার শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। ওইদিন রাত ৮টার দিকে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৭ আগস্ট) সেনা সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন সদস্য থাকতে পারে বলেও জানান তিনি।

ড. ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। তার দেশে ফেরা প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ড. মুহাম্মদ ইউনূস কাল (বৃহস্পতিবার) আসবেন। আমি উনাকে রিসিভ করতে যাবো। তাকে সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী।

সবার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব চলছে। কেউ গুজবে কান দেবেন না। আমরা সবার সঙ্গে চমৎকার পরিবেশে কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী সর্বদা জনগণের সঙ্গে আছে এবং থাকবে। আপনারা সবাই আমাদের সাহায্য করবেন। আপনাদের সহায়তায় আমরা দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবো।

 

For more information

আরো দেখুন|

Summary
অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান
Article Name
অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার: সেনাপ্রধান
Description
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে বৃহস্পতিবার শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। ওইদিন রাত ৮টার দিকে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে...
Author
Publisher Name
sylheterawaz24
Publisher Logo