সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট-১ আসনে নৌকা মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্ভোদন 

Stuff
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ণ
সিলেট-১ আসনে নৌকা মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্ভোদন 
আওয়াজ প্রতিবেদক:: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবুল মোমেন বলেছেন- বিএনপি নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। বিএনপি হচ্ছে নালিশপার্টি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মহানগরের ধোপাদিঘীরপাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। সিলেট-১ আসনের নির্বাচনের দিকে বিদেশীরাও তাকিয়ে আছে।

এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

পরে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচারণা ও মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী।