আওয়াজ প্রতিবেদক:: সিলেটে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ, বিএনপি ও নানা শ্রেণি-পেশার মানুষ নিয়ে মাল্টিপার্টি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টা হতে শহরের একটি অভিজাত হোটেলে এই সভা হয়।
‘রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হলাম’ এই শিরোনামে একটি প্লেইজ বোর্ডে সাক্ষর দেন, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
উক্ত সভার সভাপতিত্ব করেন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি এ টি এম এ হাসান জেবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মুকুল। অ্যাডভোকেসি মাল্টিপার্টি এই সভায় জেলায় রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ৫ দফা সুপারিশসহ স্বাক্ষর সম্বলিত লিখিত একটি আবেদন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ ও বিএনপির নেত্রীবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
সুপারিশগুলো হলোঃ
১। নিজ দল এবং অন্য দলের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান করা।
২। সভা ও সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা।
৩। বিভিন্ন সভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে গঠনমূলক মন্তব্য দেয়া যাতে দেশ ও দেশের বাইরে সিলেট জেলার সম্মান অক্ষুন্ন থাকে।
৪। অন্তঃ এবং আন্তঃদলীয় মতপার্থক্য তৈরি হলে পারস্পারিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা।
৫। যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি রক্ষা করা।
রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা বিষয়ক এই প্লেইজবোর্ডে আরো সাক্ষর দেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবুল কাশেম, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশতাক আহমেদ পলাশ, সিলেট জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মিনারা হোসেইন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, এডভোকেট মোহাম্মদ জাহিদ সরোওয়ার সবুজ, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, আবদুল মালেক, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি, শাহনারা বেগম, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলেনা বেগম, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সিলেট জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক তানিয়া আহমেদ, সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, রিনা আক্তার, সিলেট জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সালমা বাসিত-সহ আরো অনেকেই।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিলেট ইমাম সমিতির সভাপতি মওলানা হাবীব আহমেদ শিহাব, সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হুমায়ন কবির, মদন মোহন কলেজ সিলেটের প্রভাষক, দেবব্রত দেব, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান, রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম, ইলেক্টরাল প্রোগ্রাম এসোসিয়েট মাহতাব উদ্দিন চৌধুরী।
সিলেট জেলায় রাজনৈতিক সম্প্রীতি বজায়ে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম দ্বারা গৃহিত পদক্ষেপ গুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, ভবিষ্যতে সিলেট জেলায় সম্প্রীতি বজায় রাখতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমাজের অন্যান্য শ্রেনীপেশার মানুষজনও একসাথে কাজ করার আহ্বান জানান।