সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদেশীদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে আমরা প্রস্তুত; পররাষ্ট্রমন্ত্রী

Stuff
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৩, ০৫:৪২ অপরাহ্ণ
বিদেশীদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে আমরা প্রস্তুত; পররাষ্ট্রমন্ত্রী
আওয়াজ ডেস্ক:: সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা ১৫ বছরে দেশের অনেক উন্নয়ন করেছি। জনগণের জন্য কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি সেই পরীক্ষায় আপনারা (জনগণ) আমাদের পাস করাবেন।

তিনি আজ শুক্রবার (২৪ নভেম্বর) হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে পবিত্র জুম’আর নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিদেশীদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের ত্যাক্ত করলে জবাব কিভাবে দিতে হয় তা আমাদের জানা আছে।

তিনি আরও বলেন, একাত্তরে যুক্তরাষ্ট্র আমাদের সমর্থন দেয়নি। কিন্তু পরে জাতিসংঘের সদস্য হতে তারা আমাদের সমর্থন দিতে বাধ্য হয়েছিলো। এবারও সরকার গঠনের পর তারা সমর্থন দিতে বাধ্য হবে।

এ সময় তার সাথে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।